দক্ষ জনশক্তি এমনকি আমাদের ফ্রিলেন্সিং দলের জন্য গ্রাফিক্স ও ওয়েব ডেভেলপমেন্টের জন্য কিছু সংখ্যক প্রাথমিক দক্ষতা সম্পন্ন কর্মী প্রয়োজন।
আর সেই লক্ষে একটা ফ্রি প্রশিক্ষনের ব্যবস্থা করা হয়েছে কিছু শর্তের উপর ভিত্তি করে।
অধিকাংশ ক্ষেত্রেই দেখা গেছে যে যেসব ছাত্র এই প্রশিক্ষন করেন তারা এই প্রশিক্ষনের ব্যাপারে মোটেও মনোযোগী থাকেন না। ফ্রি প্রশিক্ষন হওয়াতে তাদের হারানোর কিছু না থাকায় খামখেয়ালি দেখা যায়।
আর তাই এইবার একটা বিশেষ পদ্ধতি অবলম্বন করা হয়েছে-
প্রত্যেক প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষনের জন্য প্রতি মাসে ৮০০টাকা জামানত রাখতে হবে।
তারা এই টাকাটা শুধু একটা শর্তে পরবর্তী মাসের শুরুতেই ফেরত পাবেন।
শর্তটি হল যে সেই মাসের নির্ধারিত ক্লাসে অনুপস্থিত কিংবা দেরি করে উপস্থিত হওয়া যাবে না।
এমনটি করলে সেই মাসের জামানত কর্তন করা হবে।আমাদের উদ্দেশ্য ছাত্রদের নিয়মিত করা অন্যথায় ছাত্রদের জরিমানা।
প্রশিক্ষন বিস্তারিতঃ
প্রতি সপ্তাহে ০২টি ১ঃ৩০মিনিটের ক্লাস।
সর্বমোট ৪ মাসের প্রশিক্ষন।
প্রথম ২ মাস গ্রাফিক্স ডিজাইন ও পরবর্তী ২ মাস ওয়েব ডেভেলপমেন্ট।
এক নজরে প্রশিক্ষন মডিউল- এডোবি ইলাস্ট্রেটর ও ফোটোশপ, সি-প্যানেল ও ওয়ার্ডপ্রেস।