একটা

সমীক্ষায়

দেখা যায় যে...

যে প্রতিষ্ঠানের হিসাব যথাযথ তদারকি না করা হয় সেই প্রতিষ্ঠানে বছরান্তে কমপক্ষে ২% হারে সিস্টেম লস হয়ে থাকে। তার মানে আপনার প্রতিষ্ঠানের বাৎসরিক আয় যদি হয় লক্ষ কিংবা কোটি টাকা তাহলে বছরান্তে আপনার সিস্টেম লস প্রায় ২ লক্ষ টাকা।

আর এই ২ লক্ষ টাকায় আপনি আপনার ব্যবসায়ের একটা ইউনিটকে সম্প্রসারণ করতে পারতেন।আর এই উপলদ্ধি থেকেই বড় থেকে বড় প্রতিষ্ঠানগুলো হিসাবের স্বচ্ছতার জন্য লক্ষ এমনকি কোটি টাকা ব্যয় করে আগে সফটওয়ারের প্রতি মনোনিবেশ করে থাকে। আর যার ফলশ্রুতিতে তাদের ব্যবসার পরিধি বছরের পর বছর প্রসার লাভ করতে থাকে।